Song title: Cherona Cherona Hath - ছেড়োনা ছেড়োনা হাত
Cast: Mithun Chakraborty & Rozina
Singer: Kishore Kumar & Sabina Yasmin
Lyricist: Gauriprasanna Mazumder
Music: Rahul Dev Burman
Movie: Abichar
ও ছেড়োনা ছেড়োনা হাত
দেব না দেব না গো যেতে
থাক আমার কাছে
ছেড়োনা ছেড়োনা হাত
দেব না দেব না গো যেতে
থাক আমার কাছে
এক চোখে সূর্য তুমি চন্দ্র আরেক চোখে
তোমার বাঁশি নেয় যে ডেকে আমায় স্বপ্নলোকে -2
ও প্রথম প্রেমের কলি তুমি
প্রথম প্রেমের কলি তুমি
আমার কদম গাছে গো সুজন
থাক আমার কাছে
ও ছেড়োনা ছেড়োনা হাত
দেব না দেব না গো যেতে
থাক আমার কাছে
ছেড়োনা ছেড়োনা হাত
দেব না দেব না গো যেতে
থাক আমার কাছে
আমায় তুমি দাও রাঙিয়ে রামধনুকের রঙে
মনের ময়ুর ছড়াক পাখা তোমার চলার ঢঙে -2
ও আমার খুশির ঝিলিক তোমার
আমার খুশির ঝিলিক তোমার
জল চুড়ির ঐ কাঁচে গো কন্যা
থাক আমার কাছে
আহ ছাইড়না ছাইড়না হাত
দেব না দেব না গো যেতে
থাক আমার কাছে
ছেড়োনা ছেড়োনা হাত
দেব না দেব না গো যেতে
থাক আমার কাছে
ছেড়োনা ছেড়োনা হাত
দেব না দেব না গো যেতে
থাক আমার কাছে
ছেড়োনা ছেড়োনা হাত
দেব না দেব না গো যেতে
থাক আমার কাছে
No comments:
Post a Comment